উছমানপুর ইউনিয়নে অবিস্থিত। উপজেলা সদর হতে প্রায় ৪ কিঃমিঃ পুর্বদিকে কালিনদীর তীরে অবস্থিত। উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ মহারাজ ত্রৈলোক্য নাথ চক্রবর্তী চন্ডিতলায় বসে জনসাধারণকে বৃটিশ বিরোধী আন্দোলনের বিষ্যে উৎসাহ প্রদান করতেন। তিনি জীবনের অধিকাংশ সময়ই এই চন্ডিতলা বসেই রাজনীতির চর্চা করতেন। চন্ডিতলাটি চারিদিকে ইটদ্বারা বাঁধানো। বর্তমানে প্রয়োজনীয় সংস্কারে অভাবে ইটের বাধানো অংশ নষ্ট হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহাসিক চন্ডিতলাটি আশু সংস্কারের একান্ত প্রয়োজন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS