Location
নাজিরদিঘী, উছমানপুর, কুলিয়ারচর
Transportation
ঢাকা থেকেঃ- সাইদাবাদ বাসষ্ট্যান্ড থেকে স্বপ্নবিলাস বাসে ককে রওনা করে কুলিয়ারচর নেমে অটো রিক্সা, সি,এন,জি অথবা রিক্সা করে নাজিরদিঘী যাওয়া যায়।
জেলা সদর থেকেঃ- বত্রিশ লোকাল বাসষ্ট্যান্ড থেকে লোকাল বাসা করে অথবা গাইটাল বাসষ্ট্যান্ড থেকে অনন্যা সুপার কিংবা যাতায়াত বাসা করে দ্বারিয়াকান্দি নেমে অটো রিক্সা, সি,এন,জি অথবা রিক্সা করে নাজিরদিঘী যাওয়া যায়।
Details
উছমানপুর ইউনিয়নে নাজিরদিঘী গ্রামে নাজিরদিঘী পুকুর অবস্থিত। উপজেলা সদর থেকে ৬ কিঃমিঃ দূরে উত্তর পুর্ব দিকে অবস্থিত। পুকুরটির আয়তন ২২ একরের উর্ধেব। কথিত আছে কুচবংশীয় রাজা প্রজাদের পানীয় জলের সুবিধার্থে পুকুরটি খনন করেন।