কুলিয়ারচর কালীবাড়ী পৌরসভাধীন দাসপাড়া এলাকায় অবস্থিত। প্রায় ৯০ শতাংশ জমির উপর মন্দির, নাট মন্দির, দোল মন্দির, ও দুর্গামন্দির অবস্থিত। এই মন্দিরের পাশে রয়েছে মৌন বাবাজীর আখড়া। তিনি বহু বছর পুর্বে যখন এই এলাকায় কোন জনবসতি ছিল না তখন এসে সাধনায় ব্রত হন পরবর্তিতে তার অলৌকিক কর্মকান্ড প্রচার হওয়ার পর আস্তে আস্তে এই এলাকায় জনবসতি গরে উঠে। কালী মন্দিরের পাশে আছে গোবিন্দ মন্দির, লোকনাথ বাবার আশ্রম। প্রতি বছর কালী বাড়ীতে জন্মাষ্টমী, দুর্গাপুজা, লোকনাথ বাবার অনুষ্ঠান, প্রভু জগবন্ধু সুন্দরের অনুষ্ঠান সহ প্রতি চৈত্র মাসে পাঁচদিন ব্যাপী নামযজ্ঞ সহ সাত দিনের ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে। ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে দুর-দুরান্ত থেকে ভক্তবৃন্দের আগমন ঘটে। এ সময় মেলার আসর বসে। কীর্ত্ন উপলক্ষে আগত ভক্তদের সুবিধার্থে কালীবাড়ী প্রাঙ্গণে ঈকটি অতিথিশালা নির্মিত হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS