কুলিয়ারচর উপজেলা সদরে অবস্থিত। মসজিদের সুরম্য মিনার ও অট্টালিকা যে কোন দর্শনার্থীকে আকর্ষণ করতে পারে। মসজিদটি প্রথম মোঘল আমলে মোগল স্থাপত্যে তৈরী হলেও বর্তমানে আধুনিক আর্কিটেকচারের মাধ্যমে তিন তলা মসজিদ ও ৮ তলা বিশিষ্ট মিনার তৈরী হয়েছে। এই মসজিদে এক সঙ্গে প্রায় ৫০০০ মুসুল্লী নামাজ পড়তে পারেন। আধুনিক স্থাপত্য কলার দিক দিয়ে এ মসজিব অত্র জেলার মধ্যে অন্যতম আকর্ষণীয় মসজিদ বলা যায়। মসজিদটি বাজার এলাকায় অবস্থিত বলে প্রচুর মুসুল্লীর সমাগম হয়। কিন্তু এর দুয় দিকের রাস্তা সরু বিধায় মসুল্লীদের আসা যাওয়ার অসুবিধা হয়। দুই দিকের রাস্তা প্রসস্থ হলে মুসুল্লীদের যাতায়াতের সুবিধা হত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS