Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
কুলিয়ারচর বাজার জামে মসজিদ
Location
কুলিয়ারচর বাজার
Transportation
ঢাকা থেকেঃ- সাইদাবাদ বাসষ্ট্যান্ড থেকে স্বপ্নবিলাস বাসে ককে রওনা করে কুলিয়ারচর নেমে অটো রিক্সা অথবা রিক্সা করে কুলিয়ারচর বাজার জামে মসজিদ যাওয়া যায়। জেলা সদর থেকেঃ- বত্রিশ লোকাল বাসষ্ট্যান্ড থেকে লোকাল বাসা করে অথবা গাইটাল বাসষ্ট্যান্ড থেকে অনন্যা সুপার কিংবা যাতায়াত বাসা করে দ্বারিয়াকান্দি নেমে অটো রিক্সা, সি,এন,জি অথবা রিক্সা করে কুলিয়ারচর বাজার জামে মসজিদ যাওয়া যায়।
Details

কুলিয়ারচর উপজেলা সদরে অবস্থিত। মসজিদের সুরম্য মিনার ও অট্টালিকা যে কোন দর্শনার্থীকে আকর্ষণ করতে পারে। মসজিদটি প্রথম মোঘল আমলে মোগল স্থাপত্যে তৈরী হলেও বর্তমানে আধুনিক আর্কিটেকচারের মাধ্যমে তিন তলা মসজিদ ও ৮ তলা বিশিষ্ট মিনার তৈরী হয়েছে। এই মসজিদে এক সঙ্গে প্রায় ৫০০০ মুসুল্লী নামাজ পড়তে পারেন। আধুনিক স্থাপত্য কলার দিক দিয়ে এ মসজিব অত্র জেলার মধ্যে অন্যতম আকর্ষণীয় মসজিদ বলা যায়। মসজিদটি বাজার এলাকায় অবস্থিত বলে প্রচুর মুসুল্লীর সমাগম হয়। কিন্তু এর দুয় দিকের রাস্তা সরু বিধায় মসুল্লীদের আসা যাওয়ার অসুবিধা হয়। দুই দিকের রাস্তা প্রসস্থ হলে মুসুল্লীদের যাতায়াতের সুবিধা হত।