Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ফরিদপুরের মাজারঃ
Location
ফরিদপুর
Transportation
ঢাকা থেকেঃ সাইদাবাদ বাসষ্ট্যান্ড থেকে স্বপ্ন বিলাস বাসে চড়ে কুলিয়ারচর এর দ্বারিয়াকান্দি নেমে সি,এন,জি করে সরাসরি মাজারে যাওয়া যায়। কিশোরগঞ্জ থেকেঃ- বত্রিশ বাসষ্ট্যান্ড থেকে লোকাল বাসে চড়ে অথবা গাইটাল বাসষ্ট্যান্ড থেকে অনন্যা সুপার বা যাতায়াত বাসে চড়ে কুলিয়ারচর এর দ্বারিয়াকান্দি নেমে সি,এন,জি করে সরাসরি মাজারে যাওয়া যায়। উপজেলা সদর থেকেঃ- সি,এন, জি যোগে সরাসরি মাজারে যাওয়া যায়।
Details

কুলিয়ারচর উপজেলার ১৫ কিঃমিঃ দূরে দক্ষিণ পশ্চিমে ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে হযরত মওলানা আবু আলী আক্তার উদ্দিন শাহ কলন্দর গাউস পাক (রাঃ) এর মাজার আছে। প্রতিদিন বহু ভক্তের সমাগম ঘটে। বছরে দ’বার জৈষ্ঠ্য ও অগ্রাহায়ণ মাসে উরস অনুষ্ঠিত হয়। ঐ সময় দেশ বিদেশ থেকে বহু লোকের সমাগম হয় এবং একাধারে ৫দিন পর্যন্ত উরস চলে। আনন্দ বাজার থেকে ফরিদপুর মাজারে যাওয়ার রাস্তাটি সরু হওয়ায় ভক্তদের অসুবিধা হয়। ভক্তদের বিশ্রামের জন্য আরো বিশ্রামাগার তৈরী করা প্রয়োজন।