Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি

 

ভাষাঃকুলিয়ারচর উপজেলার মানুষ কিশোরগঞ্জের স্থানীয় ভাষায় কথা বলে। প্রত্যেক গ্রামের মানুষ একই ভাষায় কথা বলে থাকে।

কুলিয়ারচর উপজেলার ভাষা রীতির একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে কথা বলতে গিয়ে অনেকসময় মানুষেরা অতীতকালের শব্দ বর্তমান কালের বাক্যে ব্যবহার করে থাকে। যেমন-খাইতাম না, যাইতাম না,ধরতাম না, করতাম না ইত্যাদিএসকল শব্দ শুদ্ধ ভাষায় সাধারনতঃ অতীতকালে ঘটিত অর্থে ব্যবহৃত হয়ে থাকে।কুলিয়ারচর অঞ্চলে এই সকল শব্দ বর্তমানকালে ঘটমান অর্থে কথ্য ভাষায় ব্যবহার করা হয়ে থাকে। যেমন-আমি খাইতাম না (আমি খাবো না), আমি যাইতামনা (আমি যাবো না)। 

 

সংস্কৃতিঃ  সংস্কৃতি  উপজেলার মানুষের মনে প্রাণে গেঁথে রয়েছে।নাটক, যাত্রাপালা, জারীগান,বাউলগান,পালাগান বছরের বিভিন্ন সময় উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে থাকে।