Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরনী ও গূরুত্বপূর্ণ সিদ্ধান্ত

কুলিয়ারচর উপজেলা পরিষদের জুলাই/২০১৩ মাসের সভার কার্যবিবরণীঃ

 

সভাপতিঃ  জনাব আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর

                  চেয়ারম্যান

                  উপজেলা পরিষদ

                                                                       

সভার স্থানঃ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ।

সভার তারিখঃ ৩১/০৭/২০১৩ খ্রিঃ ,সময়ঃ দুপুর ১২.০০ঘটিকা।

 

           সভার শুরুতে পরিষদের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার সকলকে স্বাগত জানান এবং সভাপতির অনুমতিক্রমে গত মাসের সভার কার্যবিবরণী  পাঠ করে শুনান অতঃপর  কোন সংশোধনী না থাকায় তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। গত সভার সিদ্ধামত্ম বাসত্মবায়নের অগ্রগতি পর্যালোচনা সহ নিম্নোক্ত বিভাগ সমূহের কার্যক্রমের উপর আলোচনা ও সিদ্ধামত্ম গৃহীত হয়।

 

ক্রমিক

বিষয়

                            সিদ্ধামত্ম

বাসত্মবায়নে

০১।স্বাস্থ্য বিভাগ

স্বাস্থ্য বিভাগ প্রসঙ্গে।

উপজেলা নির্বাহী অফিসার স্বাস্থ্যবিভাগের কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চান। উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্ত সভায় জানান বিগত সভার সিদ্ধামত্ম বাসত্মবায়িত হয়নি।ডিজিএম পলস্নী বিদ্যুৎ এর প্রতিনিধি বলেন যেসব  কমিউনিটি ক্লিনিকে সংযোগ দেওয়া সম্ভব তা ইতোমধ্যে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকতা বলেন মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে তাকে সর্বাধিক গুরম্নত্ব দিয়ে সংযোগ না দিলে মুল উদ্দেশ্য ব্যহত হবে।  উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ নুরে আলম বলেন ০১ মাসের  মধ্যে আবেদনৃত সকল কমিউনিটি ক্লিনিকে নতুন সংযোগ দেওয়ার জন্য বিগত সভায় সর্বসম্মত সিদ্ধামত্ম কেন বাসত্মবায়িত হয়নি সেজন্য সংশিস্নষ্ট কর্মকর্তার ব্রিফিং দাবী করেন। ডিজিএম পলস্নী বিদ্যুৎ এর প্রতিনিধি বলেন এ বিষয়ে আগামী সভায় ডিজিএম পলস্নী বিদ্যুৎ উপস্থিত থেকে বিসত্মারিত বলবেন। গোবরিয়া ইউপি বলেন  সংশিস্নষ্ট প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত না থাকতে পারলে   বিষয়টি পূর্বেই অবহিত করার জন্য অনুরোধ করেন।

  

 ডিজিএম পল্লী বিদ্যুৎ ও উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা।

০২। কৃষি বিভাগঃ-

(ক)

কৃষি বিভাগের কার্যক্রম বাস্তমবায়ন প্রসঙ্গে।।

উপজেলা নির্বাহী অফিসার কৃষি বিভাগ সম্পর্কে জানতে চান উপজেলা কৃষি অফিসার তার বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে বলে জানান।

উপজেলা কৃষি অফিসার

০৩।খাদ্য বিভাগ

 

খাদ্য বিভাগের কার্যক্রম বাস্তমবায়ন প্রসঙ্গে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তার বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে বলে জানান।

উপ

জেলা খাদ্য নিয়

ন্ত্রক

০৪। প্রাণী সম্পদ বিভাগঃ-

(ক)

প্রাণী সম্পদ  বিভাগের কার্যক্রম পরিচালনা সংক্রামত্ম।

উপজেলা নির্বাহী অফিসার প্রাণী সম্পদ বিভাগের কার্যক্রম সম্পর্কে জানতে চান। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তার বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে বলে জানান ।

১। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ।

 

০৫। মৎস্য বিভাগঃ-

(ক)

 মৎস্য বিভাগ সংক্রান্ত কার্যক্রম প্রসঙ্গে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মৎস্য মেলায় সার্বিক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে আমত্মরিক ধন্যবাদ জানান।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা

০৬। শিক্ষা বিভাগঃ-

(ক)

 প্রাথমিক শিক্ষা সংক্রামত্ম কার্যক্রম প্রসঙ্গে।

উপজেলা নির্বাহী অফিসার বিগত সভার অগ্রগতি সম্পর্কে জানতে চান। নবযোগদানকৃত  উপজেলা শিক্ষা অফিসার তার পরিচয় পেশ করেন। তিনি বলেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পোস্টিং দেওয়ার প্রক্রিয়া চলছে।

 ০১। উপজেলা শিতগা কর্মকর্তা

০২।  সংশিসণষ্ট সকল ।

 

৭। স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ:

(ক)

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের কাজ যথাযথভাবে বাসত্মবায়ন প্রসঙ্গে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে জানতে চান।উপজেলা প্রকৌশলী জানান এলজিইডি সহ অন্যান্য বিভাগে বর্তমানে অনলাইনে (ই-জিপি) টেন্ডারিং চালু হয়েছে। টেন্ডারিং-এ স্বচ্ছতা আনয়নের লক্ষেএ পদ্ধতি চালু হয়েছে। ঠিকাদারেরা অনলাইনে দরপত্র জমা প্রদান করবেন। সেজন্য সদর দপত্মর হতে সকল ঠিকাদারদেরকে ইজিপিতে রেজিস্ট্রেশনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন কুলিয়ারচর-দ্বারিয়াকান্দি স্টীল ব্রীজ মেরামতের প্রসত্মাব এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দপ্তরে  প্রেরণ করা হয়েছে।তিনি উপজেলা রাজস্ব তহবিল হতে জরম্নরীভিত্তিতে কাজ সম্পন্ন করার জন্য বরাদ্দের প্রসত্মাব করেন। সবাপতি বলেন রাজস্ব তহবিলের অবস্থা নাজুক, এ অবস্থায় রাজস্ব তহবিল হতে কি পরিমান অর্থ ব্যয় করা যাবে তা নিরীক্ষান্তে  এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধামত্ম গৃহিত হয়। 

০১। উপজেলা প্রকৌশলী    

৮। ত্রাণ ও পুনর্বাসন বিভাগঃ-

 

(ক)

ত্রাণ ও পুনর্বাসন সংক্রামত্ম:

উপজেলা নির্বাহী অফিসার  কোন কাজের অগ্রগতি কতটুকু সে সম্পকে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা  বলেন  ইদুল ফিতর উপলক্ষে ১১৯.৩৪মে:টন চাউল বরাদ্দ পাওয়া গেছে। তা সুষ্ঠুভাবে বিতরণের প্রক্রিয়া চলছে বলে সভাকে অবহিত করেন।

উপজেলা প্রকল্প  বাস্তবায়ন কর্মকর্তা

৯।জনস্বাস্থ্য বিভাগ

 

জনস্বাস্থ্য বিভাগের কার্যক্রম প্রসঙ্গে।

 উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) সভায় অনুপস্থিত থাকায় সভাপতি ক্ষোভ প্রকাশ করেন এবং সভা কর্তৃক কারনদর্শানোর সর্বসম্মত প্রসত্মাব গৃহিত হয়।

উপ সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য)

১০। সমাজসেবা বিভাগঃ-

 

 

 

 

সমাজ সেবা সংক্রামত্ম :

 উপজেলা সমাজসেবা অফিসার তার বিভাগের আলোচনায় বলেন সারা দেশের ন্যায় এ উপজেলাতেও প্রতিবন্ধী জরিপ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি এ কাজে ইউপি চেয়ারম্যানগণের আমত্মরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ।

 সভাপতি এ সংক্রামত্ম আলোচনায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন জনগনের দোরগোড়ায় সেবা পৌছানোর এটি একটি অন্যতম প্রক্রিয়া। তিনি সমাজসেবা অফিসারকে কাজটি সঠিকভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জানান।

০১।উপজেলা সমাজসেবা অফিসার

 

১১। উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগঃ-

 

শিক্ষা সংক্রান্ত

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  সভায় তার বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে বলে জানান।তিনি বলেন ইতোমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১১টি মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ কাজ সম্পন্ন হয়েছে

০২। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  ।

১২। যুব উন্নয়ন অধিদপ্তরঃ-

 

 যুব-উন্নয়ন অধিদপ্তরের সংক্রান্তকার্যক্রম

 উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা তার বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে বলে জানান।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

১৩। মহিলা বিষয়কঃ-

 

 

বিভাগীয় কার্যক্রম সুষ্টুভাবে সম্পাদন

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সভায় জানান তার বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে।তিনি বলেন ইতোমধ্যে মাতৃত্বকালীন ভাতা বিতরণের কাজ সমাপ্ত হয়েছে।

উপজেলা মহিলা

 বিষয়ক কর্মকর্তা

       

 

১৪|

পলস্নী উন্নয়ন  সংক্রামত্ম কার্যক্রম প্রসঙ্গে।

উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা সভায় জানান তার বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। তিনি বলেন ঋণ আদায়ের টার্গেট ৫১লক্ষ টাকা, আদায় হয়েছে ২৫ লক্ষ টাকা। ৮৩ লক্ষ টাকা ঋণবিতরণ চলছে।

উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা

১৫।সমবায় বিষয়কঃ-

 

 

বিভাগীয় কার্যক্রম সুষ্টুভাবে সম্পাদন

উপজেলা সমবায় কর্মকর্তা সভায় জানান তার বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে।

উপজেলা সমবায়

কর্মকর্তা

  বিবিধ আলোচনায় অংশ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার  উপজেলা নির্বাহী অফিসারের আবাসিক কার্যালয়ের ড্রেণ পরিস্কারে ব্যয়িত ৪৮৫০/-এবং বিআরডিবির জোড়া বাড়ির ভাড়া প্রাপ্য হিসেবে আপাতত ৩০,০০০/- দেওযার প্রসত্মাব করেন, যা পরবর্তীতে সমন্বয় করা হবে । সভা কর্তৃক প্রসত্মাবসমূহ সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

 

আর কোন আলোচনা না থাকায়  সভাপতি  উপস্থিত সকলকে  ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

                                                                                                                                                                                                      (আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর)

                                                         চেয়ারম্যান, উপজেলাপরিষদ                                                                                           কুলিয়ারচর,কিশোরগঞ্জ।

                                                                        

স্মারক নং- ০৫.১২.৪৮৫৪.০০০.০০.০০০.১৩-                                                                                                                                                           তারিখঃ-  ৩১/০৭/২০১৩খ্রিঃ

                                                                                                                                                                                                                   

অনুলিপি সদয় জ্ঞাতার্থে/কার্যার্থেঃ

০১। মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। সদয় জ্ঞাতার্থে ।

০২। জনাব নাজমুল হাসান, মাননীয় সংসদ সদস্য, কিশোরগঞ্জ-৬ ও মাননীয় উপদেষ্টা, উপজেলা পরিষদ, কুলিয়ারচর। সদয় জ্ঞাতার্থে।

০৩। সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পলসণ­­ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। সদয় জ্ঞাতার্থে

০৪ ।জাতীয় প্রকল্প পরিচালক উপজেলা গর্ভন্যান্স প্রজেক্ট (ইউ জেড জিপি)ও অতিরিক্ত সচিব(প্রশাসন)।

০৫। বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা।

০৬। জেলা প্রশাসক, কিশোরগঞ্জ। সদয় জ্ঞাতার্থে ।

০৭। সিভিল সার্জন, কিশোরগঞ্জ।

০৮। উপ-পরিচালক স্থানীয় সরকার শাখা কিশোরগঞ্জ।

০৯।প্রকল্প পরিচালক উপজেলা গর্ভন্যান্স প্রজেক্ট( ইউজেড জিপি) ঢাকা।

১০। মেয়র কুলিয়ারচর, পৌরসভা, কিশোরগঞ্জ।

১১। ভাইস-চেয়ারম্যান/মহিলা ভাইস-চেয়ারম্যান, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।

১২। উপ-পরিচালক কৃষি- সম্প্রসারণ অধিদপ্তর, কিশোরগঞ্জ।

১৩। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, কিশোরগঞ্জ।

১৪। জেলা মৎস্য সম্পদ কর্মকর্তা, কিশোরগঞ্জ।

১৫। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, কিশোরগঞ্জ।

১৬। নির্বাহী প্রকৌশলী (এলজিইডি), কিশোরগঞ্জ।

১৭। জেলা ত্রাণ ও পূণবার্সণ কর্মকর্তা, কিশোরগঞ্জ।

১৮। নির্বাহী  প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কিশোরগঞ্জ।

১৯। উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, কিশোরগঞ্জ।

২০। যুব- উন্নয়ন অধিদপ্তর, কিশোরগঞ্জ।

২১। উপ-পরিচালক, সমাজসেবা, অধিদপ্তর, কিশোরগঞ্জ।

২২। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কিশোরগঞ্জ।

২৩। জেলা শিক্ষা কর্মকর্তা, কিশোরগঞ্জ।

২৪। জেলা ফ্যাসিলিটেটর কিশোরগঞ্জ।

২৫। উপজেলা ..............................................................অফিসার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।

২৬। ইউপি চেয়ারম্যান-গোবরিয়া/রামদী/সালুয়া/ছয়সূতী/উছমানপুর/ফরিদপুর, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।

 

 

 

                                                                                                                                            উপজেলা নির্বাহী অফিসার

                                                                                                  কুলিয়ারচর কিশোরগঞ্জ।