Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
The Victory Flower Contest-2019 will be held at Kuliarchar Upazila on 29/10/2019
Details

জাতীয় ফুল শাপলা হবে ‘বিজয় ফুল’, ফুলে থাকবে ৬টি পাঁপড়ি, একটি কলি বিজয় ফুলের মাধ্যমে স্মরণ করা হবে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনানী এবং সাধারণ মানুষকে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটি কোটি শিক্ষার্থী এই ফুল তৈরি করবে। সেই ফুল শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া হবে। শিশুদের তৈরি বিজয় ফুলের কিছু শুভেচ্ছা মূল্যে বিক্রি হবে। বিক্রয়লব্ধ অর্থ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার বা প্রতিবন্ধীদের সহায়তায় ব্যয় করা হবে। জাতীয় ফুল হিসেবে শাপলাকে ‘বিজয় ফুল’ হিসেবে বিবেচনা করা হবে। ছয়টি পাঁপড়ি ও কলি নিয়ে হবে বিজয় ফুল। ফুলের পাঁপড়ি ছয়টি বঙ্গবন্ধুর ছয় দফাকে স্মরণ করাবে। আর মাঝখানের কলিটি হবে ৭ মার্চের প্রতীক- উন্নত মম শির।

Attachments
Publish Date
29/10/2019
Archieve Date
07/11/2019