Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
চন্ডিতলা
স্থান
ইউনিয়নঃ- উছমানপুর উপজেলাঃ- কুলিয়ারচর
কিভাবে যাওয়া যায়
ঢাকা থেকেঃ- সাইদাবাদ বাসষ্ট্যান্ড থেকে স্বপ্নবিলাস বাসে ককে রওনা করে কুলিয়ারচর নেমে অটো রিক্সা, সি,এন,জি অথবা রিক্সা করে চন্ডিতলা যাওয়া যায়। জেলা সদর থেকেঃ- বত্রিশ লোকাল বাসষ্ট্যান্ড থেকে লোকাল বাসা করে অথবা গাইটাল বাসষ্ট্যান্ড থেকে অনন্যা সুপার কিংবা যাতায়াত বাসা করে দ্বারিয়াকান্দি নেমে অটো রিক্সা, সি,এন,জি অথবা রিক্সা করে চন্ডিতলা যাওয়া যায়।
বিস্তারিত

উছমানপুর ইউনিয়নে অবিস্থিত। উপজেলা সদর হতে প্রায় ৪ কিঃমিঃ পুর্বদিকে কালিনদীর তীরে অবস্থিত। উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ মহারাজ ত্রৈলোক্য নাথ চক্রবর্তী চন্ডিতলায় বসে জনসাধারণকে বৃটিশ বিরোধী আন্দোলনের বিষ্যে উৎসাহ প্রদান করতেন। তিনি জীবনের অধিকাংশ সময়ই এই চন্ডিতলা বসেই রাজনীতির চর্চা করতেন। চন্ডিতলাটি চারিদিকে ইটদ্বারা বাঁধানো। বর্তমানে প্রয়োজনীয় সংস্কারে অভাবে ইটের বাধানো অংশ নষ্ট হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহাসিক চন্ডিতলাটি আশু সংস্কারের একান্ত প্রয়োজন।