Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অষ্টমী মেলা
স্থান
সালুয়া, কুলিয়ারচর
কিভাবে যাওয়া যায়
ঢাকা থেকেঃ- সাইদাবাদ বাসষ্ট্যান্ড থেকে স্বপ্নবিলাস বাসে ককে রওনা করে দ্বারিয়াকান্দি নেমে অটো রিক্সা, সি,এন,জি অথবা রিক্সা করে সালুয়া অষ্টমী মেলায় যাওয়া যায়। জেলা সদর থেকেঃ- বত্রিশ লোকাল বাসষ্ট্যান্ড থেকে লোকাল বাসা করে অথবা গাইটাল বাসষ্ট্যান্ড থেকে অনন্যা সুপার কিংবা যাতায়াত বাসা করে দ্বারিয়াকান্দি নেমে অটো রিক্সা, সি,এন,জি অথবা রিক্সা করে সালুয়া অষ্টমী মেলায় যাওয়া যায়।
বিস্তারিত

সালুয়া ইউনিয়নে ব্রহ্মপুত্র নদীর পাড়ে প্রতি বছর হিন্দু ধর্মালম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে প্রচুর লোকের সমাগম হয় এবং দুদিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। মেলায় নাচ, গান, পুতুল নাচ, বিভিন্ন পণ্যের প্রদর্শনী, বাঁশ, বেত, মাটির তৈরী জিনিস পত্র পাওয়া যায়। প্রায় দুশত বছর পূর্ব থেকে এ মেলা হয়ে আসছে।