গ্রামঃ আগরপুর, পোঃ রামদী, উপজেলাঃ কুলিয়ারচর, জেলাঃ কিশোরগঞ্জ, বিদ্যালয়টির ২টি দালান ও ১টি টিন সেড দালান রয়েছে। মোট ৭টি শ্রেণীকক্ষ ও ১টি অফিসকক্ষ। মোট পদ সংখ্যা ৯টি। কর্মরত ৯ জন। ছাত্র-ছাত্রীর তুলনায় অবকাঠামোগত সুবিধা ও শিক্ষক সংখ্যা অপ্রতুল । |
প্রতিষ্ঠালগ্ন থেকে প্রায় ১২টি গ্রামের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়টিতে যথেষ্টত সুনামের সহিত লেখাপড়া করে আসছে। ০১/০৭/১৯৭৩ইং সরকারীকরণ করার পর থেকে সকলের আন্তরিক প্রচেষ্ঠায় সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে । |
পাশের সন | ২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
পাশের হার | ৯৯% | ৯৭% | ৯৮% | ১০০% | ৯৭% |
প্রতি বছর গড়ে ৪জন |
২০০৪ ও ২০০৮ইং সনে উপজেলা শিক্ষা কমিটি কর্তৃক শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টান হিসেবে নির্বাচিত হয়। |
উচ্চ বিদ্যালয়ে রূপান্তর করা |
আগরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
রামদী, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস