বিদ্যালয় ভবন- ০২টি, রম্নমের সংখ্যা- ০৭টি (অফিস কক্ষ-১টি, শ্রেণী কক্ষ-৬টি), শিক্ষক সংখ্যা- ০৫জন (প্রধান শিক্ষক- পদশূণ্য, সহকারী শিক্ষক-০৫জন), স্টিলের আলমারি- ০৩টি, কাঠের আলমারি-০১টি, টেবিল-১১টি, চেয়ার- ১৬টি, বেঞ্চ- ৬০ জোড়া, টয়লেট- ০২টি, নলকূপ- ০১টি, খেলার মাঠ- ০১টি (দৈর্ঘ্য- ১৫৫ফুট, প্রস্থ- ১০৪ ফুট), জমির পরিমাণ-৫৬ শতাংশ, রোপিত বৃক্ষ২২টি।
২নং আলী আকবরী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলাধীন কুলিয়ারচর পৌরসভার আলী আকবরী গ্রামে ১৯৩৮সালে স্থাপিত হয়। উক্ত গ্রামের শিক্ষানুরাগী স্বর্গীয় শ্রীঅনাথ বন্ধু রায়, শ্রী মনিন্দ্র চন্দ্র সাহা ও লাল মোহন সাহা-এর যৌথ উদ্যোগে ৪২ শতাংশ জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয় প্রতিষ্ঠার পূর্বে এলাকায় বা আশে পাশে কোন বিদ্যালয় ছিল না বিধায়, এলাকার মানুষ নিরক্ষর ছিল। এহেন পরিস্থিতি উপলব্ধি করে তাদের যৌথ উদ্যোগে ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় নিজের জমিতে এলাকার মানুষের শিক্ষার স্বার্থে তিনি উক্ত বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। পরে মোঃ আয়াত আলী ১৯৮২ সালে শিক্ষা প্রতিষ্ঠানের সম্প্রসারনের জন্য ১৪ শতাংশ জমি দান করেন।
এডহক কমিটিঃ 1. জনাব নাছিমা বেগম 2. জনাব মোঃ শাহ জাহান ভুইয়া 3. জনাব আলী আকবর |
সভাপতি উচ্চ বিদ্যালয় প্রতিনিধি সদস্য সচিব
|
সাল | ভর্তি | অংশগ্রহন | উত্তীর্ণ | পাশের হার |
২০০৭ ২০০৮ ২০০৯ ২০১০ ২০১১ | ৩৮ ৪৫ ৩৭ ৫৪ ৫৩ | ৩৮ ৪২ ২৮ ৪৯ ৪৮ | ৩৮ ৪২ ২৩ ৪৭ ৪৮ | ১০০% ১০০% ৮৭% ৯৬% ১০০% |
বিদ্যালয় স্থাপনের পূর্বে শিক্ষিতের হার ছিল ১৫%, বিদ্যালয় স্থাপনের পর শিক্ষিত লোকের হার দাড়িয়েছে ৬৫%। সমাপনি পরীক্ষা ১০০% পাশ, ২০০৭ সন হইতে ২০১১ সাল পর্যমত্ম ১৬ জন সাধারণ বৃত্তি পেয়েছে, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার অর্জন।
শিক্ষক স্বল্পতা, শ্রেণী কক্ষ সমস্যা দূরীকরণার্থে এবং শিক্ষার গুণগত মান বজায় রেখে আগামীদিনে বিদ্যালয়টিকে একটি আদর্শ মডেল বিদ্যালয় রূপে প্রতিষ্ঠা করা। |
২নং আলী আকবরী সরকারী প্রাথমিক বিদ্যালয়
গ্রাম- আলী আকবরী
ডাকঘর- কুলিয়ারচর
উপজেলা- কুলিয়ারচর
জেলা- কিশোরগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস