বিদ্যালয়টি কালীনদীর তীরে অবস্থিত। পাশেই কুলিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয় ও পৌর ভবন। উপজেলা শিক্ষা অফিস থেকে প্রায় ১ কিঃমিঃ দক্ষিণে অবস্থান। বিদ্যালয় ভবন সংখ্যা- ০৩টি, তন্মধ্যে ১টি বন্যাশ্রয় কেন্দ্র। কক্ষ সংখ্যা- ১৩, প্রধান শিক্ষকের পদ সহ মোট পদ সংখ্যা- ১০।
কুলিয়ারচর উপজেলার সর্ব প্রথম প্রতিষ্ঠিত এই বিদ্যালয়। খরকমারা গ্রামের সমাজ সেবক জনাব সৈয়দ আবু সাঈদ ও জনাব সৈয়দ খলিলুর রহমানের ভূমি দানের মাধ্যমে বিদ্যালয়টি ৫২ শতাংশ জমির উপর ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয়। কুলিয়ারচরের অনেক নেতা, সমাজ সেবক, সমাজপতি এই বিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষার্থী।
1. জনাব সৈয়দ আবু নাসির- 2. জনাব মনোজিত কুমার সাহা- 3. সৈয়দ মোঃ জাকারিয়া- 4. জনাব মিঞা মোঃ খায়রম্নল আনাম কাশেমী- 5. জনাব মোহাম্মদ আলী ভূইয়া- 6. জনাব মোঃ আনু মিয়া- 7. জনাব মোঃ আলী আকবর- 8. জনাব সুপ্রিয়া বণিক- 9. জনাব সুফিয়া আক্তার খাতুন- 10 . জনাব ফরিদা বেগম- 11 . জনাব আব্দুলস্নাহ কাজল- 12 . জনাব মমতাজ বেগম- | সভাপতি সহ-সভাপতি সদস্য সচিব সদস্য সদস্য সদস্য সদস্য সদস্য সদস্য সদস্য সদস্য সদস্য |
সাল | পাশের হার | বৃত্তিপ্রাপ্তি | ||
ট্যালেন্টপুল | সাধারণ | মোট | ||
২০০৭ ২০০৮ ২০০৯ ২০১০ ২০১১ | ৫৫% ১০০% ১০০% ১০০% ৯৬.৪৬% | ১ ৮ ৩ ৩ ০ | ৪ ৪ ৪ ৪ ৫ | ৫ ১২ ৭ ৭ ৫ |
মোট | ১৫ | ২১ | ৩৬ |
২০১০ সালে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয়।
ঝরে পড়া রোধ করে ১০০% ভর্তি ও পাস নিশ্চিত করা, পরিকল্পিত পাঠদানের মাধ্যমে বিদ্যালয়কে জাতীয় পর্যায়ে মডেল বিদ্যালয়ে উন্নীত করে প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং সমাজে ন্যায়নীতি প্রতিষ্ঠার মাধ্যমে ভাল মানুষ গড়ে তোলা।
১নং কুলিয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়
গ্রাম- খড়কমারা
ডাকঘর- কুলিয়ারচর
উপজেলা- কুলিয়ারচর
জেলা- কিশোরগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস