বিদ্যালয় ভবন- ০৩টি, কক্ষ সংখ্যা- ০৮টি (অফিস কক্ষ-১টি, শ্রেণী কক্ষ-৬টি, ষ্টোর রম্নম-০১টি), শিক্ষক সংখ্যা- ০৭ জন, আলমারি- ০৩টি, সেক্রেটারী টেবিল-০২টি, টেবিল-১০টি, চেয়ার- ১৫টি, বেঞ্চ- ৭৯ জোড়া, টয়লেট-৩টি (শিক্ষক-১, বালক-১টি, বালিকা-১টি,) নলকূপ-১টি, জমির পরিমাণ-২৬ শতাংশ।
৩নং আদম খাঁর কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলাধীন কুলিয়ারচর পৌরসভার ৭নং ওয়ার্ড-এর আদম খাঁর কান্দি মহলস্নায় ১৯৩৮ সালে উক্ত গ্রামের শিক্ষানুরাগী মরহুম শিক্ষক হানিফ ভূইয়া ও মরহুম আবু তাহের সাহেব এর যৌথ প্রচেষ্টায় মরহুম আব্দুল হামিদ, মোঃ হানিফ ভূইয়া, আব্দুল মোতালিব, আবু তাহের, খোরশেদ আলী, গোলাম রহমান, আনিছুর রহমান, মজনু মিয়া ও মতিউর রহমান সাহেব এর যৌথ ভাবে জমিদানের মাধ্যমে ২৬ শতাংশ জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয় প্রতিষ্ঠার পূর্বে এলাকায় বা আশে পাশে কোন বিদ্যালয় ছিল না বিধায়, এলাকার মানুষ নিরক্ষর ছিল। এহেন পরিস্থিতি উপলগ্ধি করে উপরে উলেস্নখিত ব্যক্তিদের উদ্যোগে ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় এলাকার মানুষের শিক্ষার স্বার্থে উক্ত বিদ্যালয়টি গড়ে উঠে।
১. জনাব হাজী সৈয়দ জহিরুল ইসলাম ২. জনাব আব্দুল মতিন ভূইয়া ৩. জনাব মোঃ রোকন উদ্দিন ৪. জনাব সৈয়দা কামরম্নন্নাহার ৫. জনাব শিরিনা আক্তার ৬. জনাব পারম্নল বেগম ৭. জনাব নূরম্নন্নাহার বেগম ৮. জনাব আজিজুর রহমান ৯. জনাব নাজমা বেগম ১০. জনাব তাসলিমা বেগম ১১. জনাব মোঃ খুদরত আলী ১২. জনাব নলিনী রঞ্জন দাস | সভাপতি সহ-সভাপতি/দাতা সদস্য মেধা অভিভাবক সদস্য অভিভাবক সদস্য উচ্চ বিদ্যাঃ শিক্ষক প্রতিনিধি শিক্ষক প্রতিনিধি বিদ্যোৎসাহী অভিভাবক সদস্য অভিভাবক সদস্য অভিভাবক সদস্য সদস্য (কাউন্সিলর) সদস্য সচিব |
সাল | অংশগ্রহণ | উত্তীর্ণ | পাশের হার |
২০০৭ ২০০৮ ২০০৯ ২০১০ ২০১১ | ৩০ ৪৭ ৫৩ ২৫ ৫২ | ৩০ ৪৭ ৩৪ ২৫ ৫১ | ১০০% ১০০% ৬৫% ১০০% ৯৮% |
বিদ্যালয় স্থাপনের পূর্বে শিক্ষিত শিক্ষার্থীর হার ছিল ১৫%। বিদ্যালয় স্থাপনের পর শিক্ষিত শিক্ষার্থীর হার দাঁড়িয়েছে- ৭৫%।
শ্রেণী কক্ষ সমস্যা, দূরীকরণার্থে এবং শিক্ষার গুণগত মান বজায় রেখে আগামীদিনে বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় রূপে প্রতিষ্ঠা করা।
৩নং আদম খাঁর কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়
মহল্লা- আদম খাঁর কান্দি
ডাকঘর- কুলিয়ারচর (২৩৪০)
উপজেলা- কুলিয়ারচর
জেলা- কিশোরগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস