কুলিয়ারচর বাজার আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়টি কুলিয়ারচর গ্রামে অবস্থিত। বিদ্যালয়ে বর্তমানে ৪টি ভবন রয়েছে। মোট কক্ষ সংখ্যা- ১৫টি। এর মধ্যে ৬টি কক্ষ ভাল। ৬টি কক্ষ পাঠদানের জন্য অনুপযোগী। প্রধান শিকক্ষকের কক্ষ- ০১টি এবং সহকারী শিক্ষকদের জন্য ০১টি কক্ষ রয়েছে এবং ০১টি কক্ষ ষ্টোর রম্নম হিসেবে ব্যবহৃত হয়। বিদ্যালয়ে মোট পদ সংখ্যা- ১৩। ছাত্র-ছাত্রীর সংখ্যা- ৮০৩ জন। সেকশন সংখ্যা- ১২টি। ছাত্র-ছাত্রী অনুযায়ী শিক্ষক সংখ্যা কম। শ্রেণী কক্ষগুলো ছোট থাকায় ছাত্র-ছাত্রীদের বসতে অসুবিধা হয়।
শিক্ষা জাতির মেরম্নদন্ড। শিক্ষা ব্যতিত কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। এই দিকটি বিবেচনা করে কুলিয়ারচর গ্রামের সম্ভ্রামত্ম ব্যক্তি বাবু মনমোহন চৌধুরী সভাপতিত্বে কুলিয়ারচর গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি সভা আহবান করেন। সভায় বিসত্মারিত আলাপ আলোচনার পর সর্বসম্মতিক্রমে এ গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য সিদ্ধামত্ম গৃহিত হয়। গৃহিত সিদ্ধামত্ম মোতাবেক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি দান করেন- বাবু মনমোহন চৌধুরী, বাবু নিরোদ চৌধুরী, বাবু মোহন লাল দাস এবং বাবু শচীন্দ্র চন্দ্র দাস। এছাড়াও তৎকালীন কুলিয়ারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গণি মিয়া সাহেব বিদ্যালয়ের আসবাবপত্র তৈরি করার জন্য নগদ অর্থ প্রদান করেন। বাবু রোহিনী কুমার দাস কার্যরত শিক্ষক বিকাশ চন্দ্র দাস, যতীন্দ্র চন্দ্র দাস, শচীন্দ্র চন্দ্র দাস নগদ অর্থ প্রদান করেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্ন থেকে সুনামের সাথে ফলাফল করে আসছে। বহু ছাত্র-ছাত্রী এ বিদ্যালয়ে লেখাপড়া করে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। শিক্ষিত জনগোষ্ঠি গড়ে তোলার জন্য এ বিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। |
১। জনাব মোঃ আবু বক্কর ২। জনাব ফারজানা ইয়াছমিন ৩। জনাব মোঃ নূরুল আলম ৪। জনাব ডাঃ মুকুল চৌধুরী ৫। জনাব রোহিনী কুমার দাস ৬। জনাব নন্দলাল দাস ৭। জনাব মোঃ মুর্শিদ মিয়া ৮। জনাব মোঃ শহিদ মিয়া ৯। জনাব স্বরসতী দাস ১০। জনাব চন্দনা রানী দাস ১১। জনাব সেবিকা রানী দাস ১২। জনাব সৈয়দা মাসুদা আক্তার | সাঃ ছাত্রের অভিঃ প্রতিনিধি মেধাবী ছাত্রের অভিঃ প্রতিনিধি প্রধান শিক্ষক জমিদাতা উচ্চ বিঃ শিক্ষক প্রতিনিধি পৌর কাউন্সিলর সাঃ ছাত্রের অভিঃ প্রতিনিধি বিদ্যোৎসাহী পূরম্নষ বিদ্যোৎসাহী মহিলা শিক্ষক প্রতিনিধি সাঃ ছাত্রের অভিভাবক প্রতিনিধি সাঃ ছাত্রের অভিভাবক প্রতিনিধি | সভাপতি সহ-সভাপতি সদস্য সচিব সদস্য সদস্য সদস্য সদস্য সদস্য সদস্য সদস্য সদস্য সদস্য |
সাল | পাশের হার | বৃত্তিপ্রাপ্তি | ||
ট্যালেন্টপুল | সাধারণ | মোট | ||
২০০৭ ২০০৮ ২০০৯ ২০১০ ২০১১ | ১০০% ১০০% ১০০% ১০০% ১০০% | ৪ ৩ ৩ ৪ ৭ | ৪ ৪ ৪ ৬ ৪ | ৮ ৭ ৭ ১০ ১১ |
মোট | ২১ | ২২ | ৪৩ |
২০০৪ সনে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ২০১১ সনে উপজেলার শ্রেষ্ঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়। |
শ্রেণী কক্ষ সমস্যা, দূরীকরণার্থে এবং শিক্ষার গুণগত মান বজায় রেখে আগামীদিনে বিদ্যালয়টিকে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা করা। |
৪১নং কুলিয়ারচর বাজার আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় গ্রাম- কুলিয়ারচর ডাকঘর- কুলিয়ারচর (২৩৪০) উপজেলা- কুলিয়ারচর জেলা- কিশোরগঞ্জ। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস