বিদ্যালয় ভবন- ০৩টি (শ্রেণী কক্ষ-০৬টি, অফিস কক্ষ-০২টি), শিক্ষক সংখ্যা- ০৪ জন (প্রধান শিক্ষক-০১জন, সহকারী শিক্ষক-০৩জন), স্টীলের আলমারি- ০২টি, ঘন্টা- ০২টি, টেবিল-১১টি, চেয়ার- ১২টি, বেঞ্চ- (উচুঁ-৮০, নিচু- ৭০টি), টয়লেট-০২টি, টিউবওয়েল-০৩টি, খেলার মাঠ-০১টি, জমির পরিমাণ-৫০ শতাংশ।
৪৭নং নোয়াকান্দি পৈলনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলাধীন কুলিয়ারচর পৌরসভার নোয়াকান্দি পৈলনপুর গ্রামে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। এ বিদ্যালয়ের উদ্যোক্তা মরহুম ফেরদৌস ভূইয়া, স্বর্গীয় সুভাষ চন্দ্র দাস, সাদেক হোসেন, আজহারম্নল ভূইয়া, মরহুম ফারিকুল ইসলাম ভূইয়া। দানকৃত সম্পত্তির পরিমাণ ৫০ শতাংশ।
১. জনাব মোজাহারম্নল ইসলাম ভূইয়া ২. জনাব রোকসানা পারভীন ৩. জনাব খুর্শিদ আলম ৪. জনাব ললিত বর্মণ ৫. জনাব মনিরম্নজ্জামান ৬. জনাব নাজমা বেগম ৭. জনাব বিনোদ বাসী বর্মন ৮. জনাব শিরিন আক্তার ৯. জনাব শর্মিষ্ঠা সাহা ১০. জনাব নাজমা ইসলাম ১১. জনাব হেলাল উদ্দিন ভূইয়া ১২. জনাব ফাতেমা আক্তার জাহান | সভাপতি মহিলা বিদ্যোৎসাহী পূরম্নষ বিদ্যোৎসাহী অভিঃ সদস্য অভিঃ সদস্য সদস্য সদস্য উঃ বিঃ প্রতিনিধি শিক্ষক প্রতিনিধি সদস্য কাউন্সিলর প্রতিনিধি সদস্য সচিব |
সাল | পাশের হার |
২০০৭ ২০০৮ ২০০৯ ২০১০ ২০১১ | ১০০% ১০০% ১০০% ১০০% ১০০% |
বিদ্যালয় স্থাপনের পূর্বে শিক্ষিত লোকের হার ছিল ৩৫%। বিদ্যালয় স্থাপনের পর শিক্ষিত লোকের হার দাঁড়িয়েছে- ৮৫%। |
শিক্ষার্থীর তুলনায় শিক্ষক স্বল্পতা, শ্রেণী কক্ষের স্বল্পতা, আসন স্বল্পতা দূরীভূত হলে আগামীতে বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় রূপে প্রতিষ্ঠা করা। |
৪৭নং নোয়াকান্দি পৈলনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
গ্রাম- নোয়াকান্দি পৈলনপুর
ডাকঘর- কুলিয়ারচর
উপজেলা- কুলিয়ারচর
জেলা- কিশোরগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস