এ বিদ্যালয়ে ১টি দ্বিতল ভবন এবং ১টি পরিত্যাক্ত টিনশেড ভবন রয়েছে। দ্বিতল ভবনে মোট ৪টি কক্ষ রয়েছে। বিদ্যালয়ের সামনে ১টি ছোট খেলার মাঠ রয়েছে। ২টি গ্রাম নিয়ে বিদ্যালয়টি গঠিত অত্র বিদ্যালয়ে ৪জন শিক্ষক-শিক্ষিকা ও ২৬০জন ছাত্র-ছাত্রী আছে। |
এ বিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা মরহুম রেহমত আলী। দানকৃত জমির পরিমানঃ ৩৫শতাংশ। জমিন দাতাগণ হলেনঃ ক) মরহুম রেহমত আলী খ) মোঃ নূর আলী গ) মোঃ জিন্নত আলী ১৯৭৭ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেনঃ ১। মোঃ রফিক উদ্দিন ২। মোঃ মহিউদ্দিন ৩। মোঃ আলী আকবর ৪। মোঃ হাবিবুর রহমান |
ক) মোঃ রফিক উদ্দিন, সভাপতি খ) বাবু সলিল কান্তি রায়, সহ সভাপতি গ) মোঃ মোরছালিন, পুরুষ বিদ্যোৎসাহী ঘ) মোছাঃ আহেনা বেগম, মহিলা বিদ্যেৎসাহী ঙ) হাজী মোঃ মেহের আলী, সদস্য চ) মোঃ নূর আলী, সদস্য ছ) আহাম্মদ আলী, সদস্য জ) মোছাঃ রেহেনা, সদস্য ঝ) মোছাঃ শিউলী আক্তার, শিক্ষক প্রতিনিধি ঞ) কল্পনা রাণী দাস, সদস্য ট) মোঃ কুদরত আলী, কাউন্সিলর, সদস্য ঠ) মুহাম্মদ আব্দুলহেল বাছির, সচিব |
পাশের হারঃ ২০০৭ - ১০০% ২০০৮ - ১০০% ২০০৯ - ১০০% ২০১০ - ১০০% ২০১১ - ১০০% |
শত ভাগ পাশ |
উপজেলা পর্যায়ে লেখা পড়ায় ও খেলাধূলায় শীর্ষ পযার্য়ে পৌছানোর লক্ষ আছে। |
৪৯নং দোয়ারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
কুলিয়ারচর, কিশোরগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস